৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / কৃষি ও প্রযুক্তি

লাউ চাষে তৃপ্তির হাসি কৃষক বেল্লাল হোসেনের মুখে

৩১ অগাস্ট, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বেল্লাল হোসেন

বগুড়ায় ধুনট উপজেলার কৃষক বেল্লাল হোসেন একজন অনুপ্রেরণার নাম। তিনি দেশিও জাতের লাউ চাষ করে সফলতা পেয়েছেন। উপজেলার চিকাশী ইউনিয়নের একজন সফল কৃষক বেল্লাল হোসেন।

তিনি এর আগে প্রতি বছর ধান চাষ করে কোন রকমে সংসার চালাত, এখন লাউ চাষে সংসার চালিয়ে কিছু সঞ্চয় হচ্ছে বলেন কৃষক বেল্লাল হোসেন।
বেল্লাল হোসেনর বয়স ৪২ বছর। পরিবারের সকল সদস্যর মধ্যে তিনি সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন। 

একসময় একা কাজ করে সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। এক পর্যায়ে তিনি নিজের উদ্যোম ও পরিশ্রমের ফলে জমিতে নেমে পড়েন শাক-সবজি চাষাবাদে। এখন তিনি সফল একজন চাষি।

জানা যায়, বেল্লাল হোসেন বছরের ১২ মাসেই কৃষি কাজে ব্যস্ত থাকেন এখন। তবে সবজির মধ্যে তিনি লাউ উৎপাদন করেন বছরের ৭ মাস।  মৌসুম আসার আগেই তিনি আয় করেন লক্ষাধিক টাকা।

এ ছাড়া তিনি লালশাক, আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া,লাউ প্রভৃতি সবজিও উৎপাদন করেন। তবে অধিক গুরুত্ব দেন লাউ চাষের প্রতি। কারণ, এ সবজি প্রায় সারাবছরই উৎপাদন করা যায়। এতে লাভও হয় অনেক বেশি। 

তিনি বলেন, মানুষ পরিশ্রম করে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে। আমি প্রথমে টমেটো ও লাউ চাষ করে করে লোকসানে পড়েছি। তখন আমি বুঝিনি, কিন্তু পিছিয়ে যাইনি। মনোবল ধরে রেখে পরিশ্রম করে গেছি। চাকরি ছাড়াও যে স্বাবলম্বী হওয়া যায়, সেটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি।

এদিকে বেল্লাল হোসেনের সফলতায় এ অঞ্চলের অনেকেই এখন সবজি চাষে উৎসাহী হয়ে উঠছেন বলে জানান ওই গ্রামের বেশ কয়েকজন কৃষক মামুনুর রশীদ, আব্দুর রহমান এবং সুজন মিয়া। 
তারা জানান, তারাও কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। বেল্লাল হোসেন তাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ। কৃষি কাজে কোনো লজ্জা নেই। পরিশ্রম করে যদি সফলতা পাওয়া যায় তাতেই আনন্দ। 

এ ব‍্যাপারে ধুনট উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সমাজপতি কারিমুল হাসান বলেন, কৃষি নির্ভরশীল আমাদের এই বাংলাদেশ। 

এখানে অসংখ্য বেকার যুবক রয়েছেন, তারা যদি বেল্লাল হোসেনের মতো এভাবে কৃষি কাজে মনোযোগী হতেন, তাহলে আমাদের দেশের লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ হতো কৃষি কাজে। কৃষির দেশ কৃষকের দেশ আমাদের এই সোনার বাংলাদেশ।

Related Article