৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কুয়াকাটা ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিলেন মেয়র

০৯ এপ্রিল, ২০২৩

মোঃ প্রিন্স মাহমুদ,
পটুয়াখালী জেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: সংবাদ সম্মেলনের স্থির চিত্র

কুয়াকাটা ইলিশ পার্ক ইকো-রিসোর্টের দেয়াল গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে। রবিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার।

তুষার অভিযোগ করে আরও বলেন, গত ৫ এপ্রিল আমি এলাকার বাহিরে থাকায় কোন পূর্ব নোটিশ ছাড়া বর্তমান মেয়র তার লোকজন দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গেছে এবং দেয়াল ভাঙ্গার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি এই সংবাদ শুনে আমার কয়েকজন ভাই সহ স্থানীয়দের ফোন করি।

তারা দ্রুত এসে প্রতিবাদ করে ভাংচুর বন্ধ করে পরে মেয়র ও স্থানীয় কাউন্সিলর মনির ঘটনাস্থলে আসলে আমি মেয়রকে ফোন করে জানতে চাই কেনো এসব হচ্ছে? তখন তিনি বলেন আমি জানিনা।

পরে আমি ঢাকা থেকে ফিরে কাউন্সিলর মনিরের কাছে জানতে চাইলে মনির জানায় মেয়র বলছে এখান থেকে রাস্তা যাবে। আমি জানালাম পুরো রাস্তাটাইতো আমার দেয়া। দরকার হলে পাশের জমির মালিকদের কাছ থেকে নিবে কিন্তু আমাকে না জানিয়ে ফজরের পরে বাইরের লোক দিয়ে কেনো আমার প্রতিষ্ঠানে হামলা করা হলো, কেনো গালাগালি করা হলো? তুষার অভিযোগ করে বলেন, আমার পার্কে পাশ থেকে যে রাস্তা নেয়া হয়েছে তার সম্পূর্ণ জমি আমি দেয়ার পরও তার এই জোরজবরদস্তি।

কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কটি প্রশস্ত করনের কাজ চলছে। তুষার সাহেব ওই জমি যার কাছে বিক্রি করেছেন তার অনুমতি নিয়েই সড়ক প্রশস্তকরন কাজ করা হচ্ছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good