৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

কুড়িগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ বিয়াই বিয়ানী আটক

০৯ ডিসেম্বর, ২০২২

মোঃফখরুল ইসলাম সুমন,
কুড়িগ্রাম জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: আটককৃত চোরাকারবারির ফাইল ফুটেজ

কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী। আটককৃতরা  সম্পর্কে বিয়াই বিয়ানী বলে জানা গেছ।

বৃহস্পতিবার ৮ ই ডিসেম্বর গভীর রাতে সদর ইউনিয়নের রতনপুর গ্রামে বিয়ানী রাশেদা বেগমের বাড়ি থেকে  তাদের দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের এস আই মোঃ এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ  বৃহঃস্পতি্ার গভীর রাতে রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিস ইয়াবা ও জাহার আলীর শরীরে পরিহিত জ্যাকেটের পকেটে ফিটিং করা ৩৫টি ব্লু কালারের পলিথিনে ৭ হাজার পিস ইয়াবা সহ মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে রৌমারী থানা  পুলিশ।

৯ ডিসেম্বর শুক্রবার দুপরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহুল আমীন বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

এসময় তিনি বলেন, মাদক কারবারিদ্বয় চতুরতার সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো পরবর্তীতে রৌমারী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে ৮ হাজার পিস ইয়াবা সহ তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Related Article