০২ জানুয়ারী, ২০২৪
ছবি: সভা মঞ্চে
আগামী ৭ ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ কুড়িগ্রাম - ২, তথা কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী আসনে জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর লাঙ্গল প্রতীকের নির্বাচনী পথসভা।
১ লা জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ভোটারগন। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু।
সভার মধ্য মনি ছিলেন প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চাষী এম এ করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রিয়াজুল আলম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজার রহমান প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
Good news
Good