৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচন শান্তির্পূণভাবে অনুষ্ঠিত

১৭ অক্টোবর, ২০২২

আসাদুজ্জামান রিপন,
কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

ছবি: জেলাপরিষদ কুড়িগ্রাম

জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় আজ শুধু সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯ টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

জেলার নয় উপজেলাকে ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিভক্ত করা হয়। প্রত্যেক উপজেলায় একটি করে কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সদস্য পদে ৯ ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৯ জন সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে (ভূরুঙ্গামারী) সদস্য পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জহির উদ্দিন । তিনি পেয়েছেন ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। ২ নং ওয়ার্ডে (নাগেশ্বরী) তালা প্রতীকে বিজয়ী হয়েছেন একরামুল হক বুলবুল । তিনি পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজি নাজমুল হুদা লাল হাতি প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। ৩ নং ওয়ার্ডে (ফুলবাড়ী) এ সাধারণ সদস্য পদে হাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনোয়ারা বেগম। তিনি পেয়েছেন ৪৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম মন্ডল তালা প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। ৪ নং ওয়ার্ডে (সদর) সদস্য পদে বিজয়ী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিনহাজুল ইসলাম। তিনি টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেসমিন আরা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। ৫ নং ওয়ার্ডে (রাজারহাট) সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. এনামুল হক। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ সরকার টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট। ৬ নং ওয়ার্ডে (উলিপুর) বিজয়ী হয়েছেন মো. জুয়েল। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদ কলি তালা প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে (চিলমারী) সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. জামিনুল হক। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম লিচু নলকূপ প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। ৮ নং ওয়ার্ডে (রৌমারী) হারুনর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।  ৯ নং ওয়ার্ডে (রাজিবপুর) হাতি প্রতীকে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহেল সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রশিদ তালা প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।

এদিকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ১ নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড)  বিজয়ী হয়েছেন মাসুদা ডেইজী। তিনি হরিণ প্রতীকে বিজয় লাভ করেন।  ২ নং ওয়ার্ডে (৪,৫ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী সদস্য পদে হরিণ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোছা. শিউলি বেগম। ৩  নং ওয়ার্ডে ( ৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোছা. আরমিন নাহার।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good