২৫ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি আসাদুজ্জামান রিপনের পাঠানো ছবিতে বক্তব্য দিচ্ছেন মুফতী রেজাউল করীম আবরার
জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফিকহী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুফতী মো: ইসরাফীল এর সভাপতিত্বে সোমবার শহরের দাদা মোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে সকাল ১০ টায় উক্ত সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যাত্রাবাড়ী মাহমুদিয়া মাদরাসার শাইখুল হাদীস ও প্রধান মুফতী নন্দীত ওয়ায়েজ মুফতী রেজাউল করীম আবরার।
সেমিনারে ২য় আলোচক হিসেবে বক্তব্য রাখেন
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট এর পরিচালক মুফতী জুবায়ের আহমেদ। মাও: মোজাম্মেল হক আইমানী এর সঞ্চালনায় উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও: নূর বখত, মুফতী সামছুদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জিহাদীসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
বিকাল ৫টা পর্যন্ত চলা উক্ত সেমিনার দোয়ার মাধ্যমে উম্মাহর কল্যাণ কামনা করে শেষ হয়।
Good news
Good