৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ক্ষেতলালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রাশেদ ইসলাম,
জয়পুরহাট জেলা (জয়পুরহাট) প্রতিনিধি

ছবি: ক্ষেতলালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটের সময় ক্ষেতলাল উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার আলোচ্য বিষয় "বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন" উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

উপজেলা পরিষদের সিএ এস.এম শওকত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নরুন নাহার গুন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, কৃষি অফিসার জাহিদুর রহমানসহ উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভা শেষে, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্ষেতলাল সংগীতালয়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যবস্থা করা হয়। এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Article