৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

কৃষক বাঁচলে, দেশ বাচঁবে-নজরুল ইসলাম এমপি

২০ মার্চ, ২০২৩

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: খাল সংস্কার কাজের উদ্বোধন করছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আ.লীগ ক্ষমতায় আসলে দেশের ফলন ভাল হয়। কৃষকরা উপকৃত ও লাভবান হয়। সরকার কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ, প্রণোদনা, সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কৃষক বাঁচলে, দেশ বাচঁবে এই স্লোগানকে সামনে রেখে সরকার কৃষকদের সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রতিটি খাল সংস্কারের মাধ্যমে এলাকার পতিত জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে। 
২০ মার্চ সকালে উপজেলার দোহাজারী কুুরমরা খালের সংস্কার কাজের উদ্বোধন কালে এসব কথা বলেছেন। সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। আলোচনায় অংশ নেন, উপ-সহকারি প্রকৌশলী আজমানুর রহমান, খাদ্য সহকারী মোহাম্মদ আরজু, আ.লীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, আবদুর শুক্কুর, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, লোকমান হাকিম, মেম্বার জামাল উদ্দীন, মেম্বার শাহ আলম প্রমুখ।

 

Related Article