১১ মার্চ, ২০২৩
ছবি: আটক ৪ গরু চোর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তঃজেলা গরু চোরের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত দু’টি গরু, ১ টি পিকআপ, দু’টি মটরসাইকেল, চোরাইকৃত গরু বিক্রির নগদ ১ লাখ ৪০ হাজার টাকা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লা চৌদ্দগ্রাম, ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান চরফকিরা গ্রামের মৃত অজি উল্যাহর ছেলে নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত (৪৫)। চরপার্বতী ইউনিয়নের কেটিএম হাট এলাকার ওবায়দুল হকের মেয়ের জামাই আবদুল মোতালেব লিটন (৩০)। খাগডাছড়ি জেলার বাটনাতলী গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মো.সেলিম (৪৩) এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার আহমদপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোস্তফার ছেলে মো.নুর আলম (৪৫) ।
তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Good news
Good