৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ক্ষমা চাইলেন ওবায়দুল কাদের

০২ ডিসেম্বর, ২০২২

আবদুল ওহাব বাবুল,
কোম্পানীগঞ্জ উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি

ছবি: সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দলের সাধারন সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের ১ম পর্বে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা সহ কেন্দ্রীয় ও জেলার নেতারা। এর আগে সম্মেলন উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম।
সম্মেলনে ভার্চূয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক বাবু সুজিৎ রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম-আহ্বায়ক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অভিভাবক পৌর মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।
পৌর মেয়র আবদুল কাদের মির্জা তার বক্তব্যে বলেন, আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই ওবায়দুল কাদের আজকের সভা শুনছেন। তিনি বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন। বাংলাদেশের মন্ত্রীপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন। আমরা সর্বদা রাজনীতি করেছি জনগনের জন্য জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগনের জন্য নিজেদের নিয়োজিত রাখবো। তিনি সকল গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম-এর সভাপতিতেত্বে ২য় অধিবেশন চলে। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক চলমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন । এবং অপর যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেল এর সঞ্চালনায় চলে সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রস্তাবনা। সভাপতি হিসেবে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নাম প্রস্তাব করেন সাবেক সেক্রেটারি নূরনবী চৌধুরী। এই প্রস্তাবকে সমর্থন করেন গোলাম শরীফ চৌধুরী পিপল। এই প্রস্তাবনার বিকল্প কোন প্রস্তাব না থাকায় আবদুল কাদের মির্জা সর্বসম্মতভাবে সভাপতি নির্বাচিত হন।
একই ভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জু। এই প্রস্তাবকে সমর্থণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হক নাজিম। সাধারণ সম্পাদক পদেও আর কোন বিকল্প প্রস্তাব না থাকায় মিজানুর রহমান বাদল সর্বসম্মতভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 
পরে সন্ধ্যার ঠিক আগ মহুর্তে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চূয়ালি যোগ দিয়ে ওবায়দুল কাদের বিগত দুই বছরে স্থানীয় আওয়ামী লীগের বিরোধে বসুরহাটসহ কোম্পানীগঞ্জের ব্যবসায়ী ও জনগণের অসুবিধার জন্য কোম্পানীগঞ্জ বাসীর কাছে ক্ষমা চান। তিনি ছাত্রলীগের যোগ দেয়ার ইতিহাস, কারাগারে থেকে ছাত্রলীগের সভাপতি হওয়াসহ মুক্তিযুদ্ধকালীন সময়ের কোম্পানীগঞ্জ এবং মুক্তিযোদ্ধা আবদুল ওদুদের লাশ দাপনসহ নানা স্মৃতি তুলে ধরেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলের শেষ পর্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে ৫ শূন্য পদে অন্তর্ভুক্ত হলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ আওয়ামী লীগ নেতা। এই ৫ জন হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি খিজির হায়াত, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সহ-সভাপতি ইসকান্দার হাযদার বাবুল চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সেক্রেটারি নুরনবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল। এদের মধ্যে নাজমুল হক নাজিম এর আগেও নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন। এই ৫জনসহ নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে কোম্পানীগঞ্জের মোট ৬ জন সদস্য হলেন। এর আগে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দীন সদস্য আছেন।

উল্লেখ্য দীর্ঘ এক দশক পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১২ সালের অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি।
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াতকে সভাপতি ও নূরনবী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিলো।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good