৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কোম্পানীগঞ্জ চুরির দায়ে শ্রমিকলীগ নেতা সহ আটক ২

১১ জানুয়ারী, ২০২৩

আবদুল ওহাব বাবুল,
কোম্পানীগঞ্জ উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি

ছবি: আটক কৃত সরোয়ার ও আলমগীর সহ স্থানীয় লোকজন।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে বসত ঘরে চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে শ্রমিক লীগ নেতা সহ দুইজন। 

আটককৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সরোয়ার (৪১) এবং মুছাপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো. আলমগীর (৩৮)। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আটক চোরদের কোম্পানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। এর আগে সোমবার দিবাগত রাত ০৩ টা ২০ মিনিটের সময় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের আনার আহম্মেদের বাড়িতে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী হাজী মো. ইব্রাহীম ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবত মানুষের বাড়ি ঘরে সিঁধকেঁটে টাকাপয়সা সহ সর্বিস লুট করে পালিয়ে যায়, এমন কি তারা মানুষের গৃহপালিত গরুছাগল, হাঁস মুরগি চুরি করে নিয়ে যায়।

প্রতিদিনের মত সোমবার দিবাগত রাত ২ঃ৩০মিনিটের দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটু চক্র উপজেলার মুছারপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকাপয়সা স্বর্ণ আলংকার সহ ব্যবহার কৃত কাপড় নিয়ে পালিয়ে যায়।
এরপর তারা পার্শ্ববর্তী আনার আহম্মেদের বাড়িতে, আনার আহম্মেদের  ছেলে ইব্রাহীমের ঘরে হানা দেয় । এ সময় ইব্রাহীমের পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে চক্রের সকলকে ধাওয়া করতে থাকে, একপর্যায় প্রথমে চোর আলমগীরকে দরে পেলে।

পরে আলমগীরের ভাষ্যমতে পার্শ্ববর্তী একটি বাগান থেকে ২য় চোর সরোয়ার কে দরে ইব্রাহীম সহ স্থানীয় লোকজন ।তাদের আরেক সহযোগী চিহিৃত চোর রাসেল সহ বাকিরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আটক কৃত শ্রমিক লীগ নেতা সরোয়ার ও আলমগীরের কাছ থেকে চুরিকৃত নগদ টাকা সহ একটি সিএনজি উদ্ধার করে। 

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, যদি কোন মানুষ ব্যক্তিগত ভাবে ভুলক্রটি করে তার দায়ভার দল গ্রহণ করবে না।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ বলেন, এ বিষয়ে এখনো সত্যতা পাওয়া যাচ্ছেনা। আমরা এই তথ্য পেয়েছি। আমরা সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠিয়েছি। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান চোর ধরার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বাদী মামলা দিতে চাচ্ছেনা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good