৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / রাজনীতি

কম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে- আমির খসরু

১২ অক্টোবর, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত কম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে’।

তিনি শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় টাঙ্গাইলের মির্জাপুর রনদা প্রসাদ সাহা ও কুমুদিনী হাসপাতাল শারদতীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন কালে সাংবাদিকদের একথা বলেনএ
সাবেক এইমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় উত্তোরণ করতে হয় যার জন্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। নির্বাচনতো হতেই হবে, যত কম সময়ে নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগনকে তার দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

রনদা প্রসাদ সাহার নাট মন্দির পরিদর্শনের সময় তার সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ্যাডভোকেট ফরহাদ ইকবাল,

মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আ্যাভোকেট আব্দুর রউফ, পৌার বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া, সম্পাদক এসএম মহসীন, ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, ডি এ মাতিন , সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, আলম মৃধা প্রমুখ।

Related Article