১৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: মেলায় উপস্থিত অতিথিবৃন্দ
শেষ হয়েছে ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন দিবস মেলা। সোমবার (১৮ সেপ্টেম্বর ২৩) নেত্রকোনা জেলার কলমাকান্দায় উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আল মামুন, আবুল কালাম পিপিএম, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, সমাজ সেবা অফিসার রেজাউল করিম, এজিএম তাপশ দেবনাথ, উপজেলা, শিক্ষা অফিসার জাহানারা বেগম, পিআইও অফিসের উপ—সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, কৃষি অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন বিভাগকে ক্রেষ্ট প্রদান করা হয়।