০৫ মার্চ, ২০২৫
ছবি: কক্সবাজারের নতুন এসপি মো. সাইফউদ্দীন শাহীন
কক্সবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার মো. সাইফউদ্দীন শাহীনকে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে চার জেলায় নতুন এসপি পদায়নসহ ১৮ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান এসপি মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি ইয়াবা–কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করা হয়। এরপর একই অভিযোগে প্রত্যাহার করা হয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ সাতজনকে ।
Good news
Good