১০ জানুয়ারী, ২০২৪
ছবি: ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলায় দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
চট্টগ্রামের দিক থেকে আসা লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল।
কক্সবাজারে রেললাইন পর্যবেক্ষণ করা ‘লাইটার ট্রেনে’র ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা।
নিহত আব্দুস সালাম (৪০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক সালাম কাজের উদ্দ্যেশে ঈদগাঁও এসেছিলেন।
Good news
Good