৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / ধর্ম ও জীবন

কক্সবাজারে আজ রথযাত্রা

০৭ Jul, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার ইসকন আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানের

কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৪।

 

কর্তৃপক্ষ জানান, পযর্টন নগরী কক্সবাজার সনাতনী সম্প্রদায়ের প্রাণের উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে কক্সবাজার শহরের ঘোনার পাড়া ইসকন মন্দিরে।

আজ ৭ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে শহরের ঘোনাপাড়া ইসকন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানারকম মাঙ্গলিক অনুষ্ঠান হয়। আজ ভোরে মঙ্গল আরতি, সকালে জগন্নাথ দেবকে রাজবেশে দর্শন ও গুরুপূজা, জগন্নাথ দেবের লীলা মহিমা পাঠ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, বিকাল সাড়ে ৫ টায় জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সন্ধ্যায় তুলসী আরতি, গৌর আরতি নৃসিংহদেবের বন্দনা করা হয়।

কক্সবাজার রাধা দামোদর মন্দিরে অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী জানান, এবারে গোলদীঘির পাড় চত্বর-আই.বি.পি মাঠ রোড-প্রধান সড়ক-হলিডে মোড়-লাবনী মোড়-কল্লোল মোড়-সুগন্ধ পয়েন্ট-সার্কিট হাউজ রোড-পুলিশ সুপার কার্যালয়-স্টেডিয়াম রোড-হাসপাতাল সড়ক-গোলদিঘীর পাড় চত্বর অবস্থান করেছে।

জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। 

এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছরে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা উৎসব। তার ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা।

অর্থাৎ আজ ৭ জুলাই থেকে ১৫ জুলাই এই ৯’দিনব্যাপী নানা ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে।

সকলকে রথযাত্রা উৎসব ও উক্ত অনুষ্ঠান মালায় প্রতিটি পর্বে অংশগ্রহণ করায় কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের (ইসকন্)  অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী ধন্যবাদ জ্ঞাপন করে।

এছাড়া খুরুশকুল, রামু, ঈদগাঁও, চকরিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news