২৪ অগাস্ট, ২০২৩
ছবি: শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম,ঘোনারপাড়া,কক্সবাজার
কক্সবাজার সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুক্রবার
কক্সবাজার ঘোনার পাড়াস্থ সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৫ আগস্ট শুক্রবার।
এই প্রতিষ্ঠানের সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর চলতি ২০২৩ সালের আগামী ২৫ আগস্ট শুক্রবার আবারও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সনাতনী সম্প্রদায় এই প্রতিষ্ঠানের দাতা সদস্য ও আজীবন সদস্য রয়েছেন। জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা বজায় রাখতে নির্বাচনের এই ধারাবাহিকতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবারে সদস্য প্রার্থী হয়েছেন ২৯ জন। এদের মধ্য থেকে ২১ জন্য সদস্য নির্বাচিত হয়ে একটি ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে আগামী ৩ বৎসরের জন্য।
এবারে প্রত্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭নং দাতা সদস্য বিকাশ দাশগুপ্ত (ব্যালট-১), ৩৯নং দাতা সদস্য অজয় কান্তি দে (ব্যালট-২), ৪নং আজীবন সদস্য চিত্ত রঞ্জন পাল (ব্যালট-৩), ১১নং আজীবন সদস্য সাধন পাল বৈ ব (ব্যালট-৪), ১২নং আজীবন সদস্য উদয় শংকর পাল (মিঠু) (ব্যালট-৫), ১৩নং আজীবন সদস্য দুলাল চন্দ্র দে (ব্যালট-৬), ১৯নং আজীবন সদস্য অনিক কান্তি পাল (ব্যালট-৭), ৫৩নং আজীবন সদস্য নারায়ন দাশ (ব্যালট-৮), ৫৭নং আজীবন সদস্য স্বপন গুহ (ব্যালট-৯), ৭৩নং আজীবন সদস্য নিবাস কান্তি পাল (ব্যালট-১০),
৯০নং আজীবন সদস্য মানিক চন্দ্র দে (ব্যালট-১১), ৯৯নং আজীবন সদস্য সেবক কান্তি পাল (ব্যালট-১২), ১০৬নং আজীবন সদস্য দীপক কান্তি দাশ (ব্যালট-১৩), ১০৭নং আজীবন সদস্য রাজবিহারী দাশ (ব্যালট-১৪), ১১৭নং আজীবন সদস্য অধ্যাপক উত্তম কুমার ভৌমিক (ব্যালট-১৫), ১২৬নং আজীবন সদস্য দীপক বিশ্বাস (ব্যালট-১৬), ১৩২নং আজীবন সদস্য শ্যামল রায় চৌধুরী (ব্যালট-১৭),
১৫০নং আজীবন সদস্য ছোটন পাল (ব্যালট-১৮), ১৬৯নং আজীবন সদস্য অধ্যাপক শ্রী অলক দাশ (ব্যালট-১৯), ১৭২নং আজীবন সদস্য বিকাশ দাশ (ব্যালট-২০), ২০৪নং আজীবন সদস্য রাজীব পাল (ব্যালট-২১), ২৬৭নং আজীবন সদস্য শ্রীমতি কৃষ্ণ দাশ (ব্যালট-২২), ৩৫৫নং আজীবন সদস্য বিশ্বজিত পাল বিশু (ব্যালট-২৩), ৩৫৬নং আজীবন সদস্য শাওন চক্রবর্তী (ব্যালট-২৪),
৩৬২নং আজীবন সদস্য লালন দত্ত (ব্যালট-২৫), ৩৭৯নং আজীবন সদস্য সুবীর পাল (ব্যালট-২৬), ৪১৮নং আজীবন সদস্য টিটু দাশ (ব্যালট-২৭), ৪২৩নং আজীবন সদস্য বাবলা পাল (ব্যালট-২৮), ৪৯৫নং আজীবন সদস্য বলরাম দাশ অনুপম (ব্যালট-২৯)।
৯৯নং আজীবন সদস্য সেবক কান্তি পাল (ব্যালট-১২) জানান, সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণনন্দধাম দাতা সদস্য ও আজীবন সদস্য মিলিয়ে মোট ৫৪০ জন সদস্য রয়েছে। এরমধ্যে দাতা সদস্য রয়েছে ৪০ জন ও আজীবন সদস্য রয়েছে ৫০০ জন। এরইমধ্যে মারা গেছেন ৪৫ জন সদস্য। গত বৎসর অত্র প্রতিষ্ঠানের সদস্যগণ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। মন্দিরের স্বার্থে এবারও আমি ১২নং ব্যালটে সকলের রায় প্রত্যাশা করছি।
৩৫৬নং আজীবন সদস্য শাওন চক্রবর্তী (ব্যালট-২৪) জানান, বিগত ২০১৯ সালে এই প্রতিষ্ঠানের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছিল। গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে ৩ বৎসর পর এবারেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৫ আগস্ট শুক্রবার। আমি এবারের নির্বাচনে ২৪নং ব্যালটে সদস্য প্রার্থী হয়েছি। আমি সকলের ২৪নং ব্যালটে আশীর্বাদ প্রত্যাশা করছি।
৪২৩নং আজীবন সদস্য বাবলা পাল (ব্যালট-২৮) জানান, আমার দ্বারা কোন প্রতিষ্ঠানের কিংবা কারো ক্ষতি হয় এমন কোন কাজ আমি করেনি। তাই সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম এর সম্মানিত সকল সদস্য আমাকে আন্তরিকভাবে ভালবাসে। অত্র প্রতিষ্ঠানের স্বার্থে সবাই যদি যোগ্য মনে করেন অবশ্যই আমি জয়ী হবো। তাই সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যকরী পরিষদের নির্বাচনে সকলের আশীর্বাদ ও ২৮নং ব্যালটে ভোট প্রত্যাশা করছি।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী২৫ আগস্ট শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে প্রসাদ হবে মন্দিরে। দুপুর ২টার পর থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Good news
Good