৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বেলজিয়ামের রানি মাথিন্ডে

০৭ ফেব্রুয়ারী, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বেলজিয়ামের রানি মাথিন্ডে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন বেলজিয়ামের রানী মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন। তাঁর এই সফরকে ঘিরে পুরো ক্যাম্প এলাফকায় কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আজ সকাল ১০টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার হেলিকপ্টার যোগে গআন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে রানীকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা। 

সূত্রে জানা গেছে, উখিয়ার ৫টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বেলজিয়ামের রানি মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন। তৎমধ্যে ক্যাম্প গুলো হলো ক্যাম্প-৩, ক্যাম্প-৪, ৪ এক্সটেনশন, ক্যাম্প-৫ সমূহ পরিদর্শন করেন। এ সময় এনজিও সংস্থার পরিচালনাধীন গণস্বাস্থ্য হাসপাতাল, বায়ুগ্যাস প্লান্টেশন, ইকো পার্ক, কমিউনিটি সেন্টার, হলিচাইল্ড লার্ণিং সেন্টার, ওইমেন মার্কেট পরিদর্শন করেন। এছাড়াও মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বান্তুচ্যুত রোহিঙ্গাদের নারীদের সাথে কথা বলেন। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বেলজিয়ামের রানি’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসাকে কেন্দ্র করে পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানি মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড.একে এম আব্দুর মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

উল্লেখ্য, সফর শেষে আগামীকাল ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে রানির। তবে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানি ম্যাথিল্ডের এই বাংলাদেশ সফর।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good