৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার রামুতে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

২৭ মার্চ, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: ফাইল ছবি

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে প্রতি বছরের মত অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা, মহতী ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী রামনবমীব্রতম। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হয়ে শুক্রবার (৩১ মার্চ) পর্যন্ত চলবে মহা-রামনবমী মেলা নামে পরিচিত সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম এই মহতি ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদায়মেলা উদযাপনেসব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে আয়োজক কমিটির সভাপতি নিপেন্দ্র ধর রবি ও সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী বলেন-সনাতনী সম্প্রদায়ের জন্য দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রামনবমী মেলা। 

এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশ্রগ্রহণ করে। ফলে প্রতি বছরই এই উৎসবসাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন মেলায় পরিণত হয়। ৫ দিন ব্যাপী মহারামনবমী মেলা শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যে উদযাপনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব সোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম পি।
 

উদ্বোধনী দিনে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- মহতি ধর্মসভা শুভ অধিবাস ও মহানামযজ্ঞ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের এ পি পি ও  জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ। স্বাগত বক্তব্য রাখবেন শ্রীশ্রী রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সভাপতি ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক । সভাপতিত্ব করবেন শ্রীশ্রী মহারামনবমী মেলা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র ধর রবি।

 সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন চক্রবর্তী । এদিকে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী রামুর শ্রীশ্রী রামকুট তীর্থধামে আয়োজিত রামনবমী মেলা উপলক্ষে জেলার সকল সনাতনী ও আগত ভক্তবৃন্দকে অভিবাদন জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ও  রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি ও সুজন চক্রবর্তী ও রামু হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক  বিবেকানন্দ শর্মা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good