০৪ ডিসেম্বর, ২০২৩
ছবি: কক্সবাজার ৩ আসনের পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল আহবান জানান।
রবিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় রামু ওসমান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইকবালুর রশিদ আমিন সোহেল, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার,
কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সও, গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো,
রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ্ আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, খুনিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান মো. ইউনুস ভুট্টো, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
সভায় রামু উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।