৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার পৌর নির্বাচনের প্রজ্ঞাপন জারি

১৯ এপ্রিল, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার পৌরসভা

আগামী ১২ জুন (সোমবার) কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করে তফসিলের পর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসার,সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। 

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আতিয়ার রহমান সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ১২ জুন ইভিএমের মাধ্যমে কক্সবাজার পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

কক্সবাজার পৌরসভা নির্বাচন পরিচালনা করার জন্য জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, নির্বাচনে অংশ নিতে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী। 

অন্যদিকে, মনোনয়ন বঞ্চিত হয়ে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ। আরও প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সরওয়ার কামাল। এরইমধ্যে পৌরসভার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good