৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতি'র বার্ষিক বনভোজন'২০২৩ সম্পন্ন

১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: বনভোজনে অংশগ্রহণকারী আইনজীবীগন

দিনব্যাপী নানা আনন্দায়োজনে সম্পন্ন হলো কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতি'র 'বার্ষিক বনভোজন'২৩ 

শনিবার ১৮ (ফেব্রুয়ারি) রামুর দৃষ্টিনন্দন পর্যটন স্পট দরিয়ানগর এ বার্ষিক বনভোজ'২০২৩ জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথমে কোরান তেলোওয়াত করেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতি'র সহ-সভাপতি শামসুল আলম এবং গীতাপাঠ করেন তপন রুদ্র ও ত্রিপিটক পাঠ করেন প্রদীপ বড়য়া। পরে সবাই দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আয়োজনে থাকে ক্রীড়া প্রতিযোগিতা, বাচ্চাদের খেলাধুলা, র্যাপেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক (বাউল ফড়িং) আয়োজনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। এতে কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতি'র সকল সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।


কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতি'র সভাপতি ফোরকান আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রদীপ শর্মা। এতে  উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ-সাধারন সম্পাদক (হিসাব) এডভোকেট সাহাব উদ্দীন ও জুনিয়র কার্য্যনির্বাহী সদস্য শেফাউল করিম (শেফা) এবং আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদপার্থী এডভোকেট তাহের সিকদার, তিনি বলেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সুখে দুঃখে পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। দুপুর ১:০০ টায় নামাজে বিরতি'র পর পর শুরু হয় আবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান পরিবেশন করেন কক্সবাজারের কন্ঠ শিল্পী প্রবাল পাল, বাংলাদেশ বেতার শিল্পী জোনাকিসহ অন্যান্য শিল্পীরা। দুপুর ২:০০ টায় মধ্যাহ্ন ভোজে বিরতি দেন। এরপর বেলা ৩ টায় সবাই আবার অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠানে আরো থাকছে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, এতে প্রথম পুরষ্কার একটি ফ্রিজ সহ ৪১ টি পুরষ্কার ব্যবস্থা করেন। পরিশেষে সভাপতির ফোরকান আহমেদ খোকন সংক্ষিপ্ত বক্তব্যে দেন। তিনি বলেন, কক্সবাজার আইনজীবী সহকারী সমিতি, ১৯৮৭ সাল থেকে ২০২৩ সাল এই ৩৬ বছর তথা ৩ যুগ ফুর্তি উপলক্ষে অনেক বড় করে সেলিব্রেট করার ইচ্ছে ছিল, যেখানে উপস্থিত থাকতেন, কক্সবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার, মাননীয় জেলা জজ, চীফ জুড়িসিয়াল এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সবাইকে নিয়ে বড় একটা র ্যালি বের করতাম, কিন্তু কিছু সমস্যার কারনে তা হয়ে উঠে নাই। আপনারা যারা এই বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good