১৫ জানুয়ারী, ২০২৩
ছবি: কক্সবাজার হকার্স সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
কক্সবাজারের সংবাদপত্র হকারদের প্রাণের সংগঠন 'সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
শেখ রাসেল সড়কে সংবাদপত্র এজেন্ট মেসার্স খবর বিতানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসিম।
সমিতির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝাউতলা সমাজ কমিটির আহবায়ক আহমদ হোসেন গুরা মিয়া, শ্রমিক নেতা ছালামত উল্লাহ, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক সমকালের কক্সবাজার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক সময়ের আলোর কক্সবাজার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক আজকের কক্সবাজার ব্যবস্থাপক আবদুল করিম এবং সাহিত্য লেখক মিজান মনির।
উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ আলম, মোহাম্মদ আমজাদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য মোহাম্মদ শফি, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আলী, সিরাজ মিয়া, মোহাম্মদ আমজাদ (ছোট), কাজল বাবু, দীপক পাল, দিলীপ আইচ, বাসু দেওয়ানজি, স্বপন দাশ ও আকাশ দে সিধু প্রমুখ।
Good news
Good