১৩ অক্টোবর, ২০২২
ছবি: আহত এস এস সি পরিক্ষার্থী নিশান।
বসুরহাট এ,এইচ,সি উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থী নিশানকে (১৭) কিশোর অপরাধী মোহন ও অর্পনের নেতৃত্বে কুপিয়ে মারাত্মক আহত করে। বুধবার সকালে অ্যাম্বুলেন্স যোগে পরিক্ষার হলে আসতে হয় তাকে।
এমন হৃদয় বিদারক ঘটনায় শিক্ষক ছাত্রছাত্রি সকলে বাকরুদ্ধ। সোমবার রাতে বসুরহাট পৌরসভার ৪,নাম্বার ওয়ার্ডে পরিক্ষার্থী নিশানকে তার বাসা থেকে ডেকে এনে কুপিয়ে মারাত্মক আহত করে কিশোর গ্যাং সদস্য মোহন,রাজু,অর্পন, সাজু সহ ২০/২৫ জন। এসময় তার বসত বাড়িতে হামলা করে তারা।এ ঘটনায় ১ জনকে আটক করতে পারলেও বাকীরা ধরাছোঁয়ার বাইরে।
একই অপরাধীরা এর ১ সপ্তাহ আগেও বসুরহাট আওয়ামীলীগ অফিসের সামনে তিনজনকে পিটিয়ে আহত করে, সে ঘটনায় থানায় অভিযোগ হলেও কাউকে আটক করেনি পুলিশ। স্থানীয়দের ধারনা পুলিশের উদাসীনতার কারনে এরা বারবার অপরাধ করতে সাহস পারছে।
উল্লেখ্য গত দুদিন পূর্বে নোয়াখালী সদরে কিশোর অপরাধীরা কলেজ পড়ুয়া এক ছাত্রকে কুপিয়ে হত্যা করে। কোম্পানীগঞ্জ সহ গোটা নোয়াখালীতে বেড়েই চলছে কিশোর গ্যাং কালচার। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক সহ স্থানীয় লোকজন।