৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সদস্যদের ছবি

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর এর কক্সবাজার জেলা কমিটির  অন্তর্ভুক্ত খুরুশকুল আনন্দময় খেলাঘর আসর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সংগঠনের সহ-সভাপতি শিক্ষক পিকলুময় পালের সভাপতিত্বে  ও অসীম কুমার দত্তের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভার শুরুতে সদ্য প্রয়াত কক্সবাজার জেলা কমিটির সভাপতি আবুল কাসেম বাবু এবং সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের 
মমতাময়ী "মা" এর শোক প্রস্তাব গৃহিত হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত  কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 

অনুষ্ঠিত সভায় সংগঠনের উন্নয়নকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত  হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ এবং আনন্দময় খেলাঘর আসর এর উন্নয়ন কাজ ত্বরান্বিত করার মানসে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা  হয়। এতে অসীম কুমার দত্ত-আহবায়ক, রমজান আলী জিতু-যুগ্ম আহবায়ক, শহীদুল্লাহ্ সাহেল-সদস্য সচিব, সদস্য-শিক্ষিকা শিপ্রা রাণী দে, সদস্য-পাপিয়া রাণী দে, সদস্য-জয় কুমার দে ও সদস্য-সাংবাদিক শিপন পাল। পরিশেষে উক্ত কমিটি সুবিধাজনক দিন দেখে আগামী তিন মাসের মধ্যে একটি সুন্দর কমিটি উপহার দিবেন মর্মে সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন। 
 

এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ জুবায়ের, সাধারণ সম্পাদক অসীম কুমার দত্ত, সহ-সাধারণ সম্পাদক এবং জেলা খেলাঘর আসরের সদস্য শহীদুল্লাহ্ সাহেল, অর্থ সম্পাদক পলাশ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক শিক্ষক রমজান আলী জিতু, পাঠাগার সম্পাদক শিক্ষিকা শিপ্রা রাণী দে, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ বসন্ত দে,

 সদস্য এবং জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষক ধ্রুব সেন দে, সদস্য শিক্ষক পথিক চন্দ্র দে, সদস্য পাপিয়া রাণী দে, সদস্য পরিধন কান্তি দে, সদস্য জয়বর্ধন দে, সদস্য সন্তোষ দে, বর্তমান খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অত্র সংগঠনের সদস্য অর্চনা প্রভা দে, অরূপ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good