৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

কার্পাস চাষে তরুণের মুখে হাসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

,

ছবি: ছবি: ফুল ফোটেছে কার্পাস গাছে

সংস্কৃত ও হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস। হিন্দি ভাষায় কার্পাস। খৃষ্টীয় প্রথম শতাব্দী থেকে এ অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো। প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা উৎপাদন হওয়ায় এই স্থানের নাম করা হয় কাপাসিয়া।

যে তুলার উপর ভিত্তি করে কাপাসিয়া থানার নাম করণ করা হয়েছে।কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল কাপাসিয়ার ঐতিয্য কার্পাস। হারানো গৌরব ফিরিয়ে আনতে কার্পাস চাষ শুরু করে কাপাসিয়া থানার হাইলজোর গ্রামের শিক্ষিত উদ্যোক্তা মাছুম আল দীন। 

কার্পাস তুলা গাছে ফুল আসায় হাসি ফুটেছে মাসুম আল দীনের এবং এলাকাবাসীর মুখে। এক গাছে সাদা এবং লাল দুই ধরণের ফুল দেখার জন্য ছুটে আসেন অনেকেই এবং অনেক তরুণ উৎসাহিত হচ্ছেন কার্পাস চাষে। 

Related Article