৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কারাবন্দি প্রিয়জনকে এক পলক দেখতে স্বজনদের ভিড়

১৪ নভেম্বর, ২০২২

মোঃ সোলায়মান,
ডাবলমুরিং উপজেলা ( চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: জেলখানার পিছনে কারাবন্দির সাথে কথা বলছেন স্বজন।

চট্টগ্রাম নগরীর আমানত শাহ (রহ.) মাজার শরীফ সংলগ্ন জেল রোডে প্রিয়জনকে কারাগারের জানালায় এক পলক দেখতে ভিড় করেন কারাবন্দীদের স্বজনরা।

সড়কে দাঁড়িয়ে সুখ-দুঃখের কথা জানাতে না পারলেও স্বজনের সঙ্গে ইশারা ইঙ্গিতে, আবার কখনো চিৎকার করে সাড়েন জরুরি আলাপ। এমনকি এক কারাবন্দির প্রিয়জনকে চিরকুট পাঠাচ্ছে অন্য কারাবন্দি। প্রতিদিন এমন দৃশ্যের দেখা মিলবে চট্টগ্রাম নগরীর আমানত শাহ (রহ.) মাজার শরীফ সংলগ্ন জেল রোডে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, প্রতিষ্ঠান খোলার সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে। সঙ্গে চিৎকার-চেঁচামেচিতো আছেই। ফোনে কথা বলতে গেলেও অনেকজনকে আস্তে কথা বলার জন্য বারণ করতে হয়। দোকানের সামনে জটলা থাকার কারণে খুচরা ক্রেতারা প্রবেশ করতে পারে না। এতে আমাদের ক্রেতা সাধারন অন্য জায়গায় গিয়ে কেনাকাটা করছেন।

‘‘আজকে তোর জামিন হয়নি। আগামী বৃহস্পতিবারে জামিন হতে পারে। যদি না হয় হাইকোর্টে জামিনের জন্য দরখাস্ত করবেন উকিল’’ দোকানের সামনে থেকেই চিৎকার করে ছেলের উদ্দেশ্যে এসব বলছিলেন নাসিমা আকতার।

ওপারে কারাগারের জানালায় দাঁড়িয়ে ছেলে উত্তরে বলছেন, ”আজ কেন জামিন হয়নি? উকিলতো বলেছিলেন আমি জামিন পেয়ে যাব। উনার সঙ্গে আমার গত সপ্তাহে কথা হয়েছিল। তখন তিনি বলেন, এ সপ্তাহে জামিন নিয়ে দেবেন।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good