০৬ মার্চ, ২০২৩
ছবি: শ্রমিক জনতা লীগের বিশাল জনসভার ছবি
অদ্য ৬ই মার্চ ২০২৩, রোজ সোমবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে মাগরিব পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগের বিশাল জনসভা। টাংগাইল জেলার বাসাইল থানা শাখা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর এলাহিয়া (বি,এ) ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, দেশ এবং দেশের মানুষ আজ ভালো নেই। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি কিন্তু দেশের সার্বিক চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরো বলেন নৌকা, নাঙ্গল, ধানের শীষ দিয়ে শরীর মুচা যায় না, গামছা এমন টি জিনিস যা দ্বারা সব করা যায়। এই গামছার হাতকে শক্তিশালী করে সকলকে আগামী নির্বাচনে গামছা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার বিশেষ অনুরোধ করেন।
অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীর প্রতীক, শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, সদস্য কৃষক শ্রমিক কেন্দ্রীয় কমিটি। বঙ্গবীরকে গামছা দিয়ে বরণ করেন, বাসাইল উপজেলার কৃষক শ্রমিক জনতার সভাপতি রাহাত হাসান টিপু নেতা সহ আরো অনেকে। জনসভায় হাজার হাজার জনতার উপস্থিতিতে পুরো পরিবেশ মুখর ছিলো।