৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় আহত ১১

২৭ নভেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: প্রতীকী।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকীর নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্র লাটি সোঠা নিয়ে হামলা চালিয়ে প্রায় দশজনকে আহত করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশংকাজনক।

মামলার বিবরণ ও সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার পারখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকী শরিষাআটা হাফিজিয়া নূরানী মাদরাসা ও গোরস্থানের সভাপতির দায়িত্ব পালন সময়ে প্রায় দশ লক্ষ টাকার হিসাব না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

বর্তমান সভাপতি আজিজুর রহমান মাষ্টার জানান, প্রতিবছর শরিষাআটা হাফিজিয়া নূরানী মাদরাসা ও গোরস্থানের নামে ইজারা নেয়। এতে লভাংশের টাকা দিয়ে দুইটি প্রতিষ্ঠান চলে। কিন্তু অর্থলোভী রাজ্জাক সিদ্দিকী সভাপতি না হওয়ার কারণে কৌশলে কয়েকজন ভাগীদার নিয়ে লুৎফর রহমানকে দিয়ে বিল ইজারা নেয়। এ কারণে বিরোধ আরো বেশী সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

মামলার বাদী বানিজ জানান, গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার বর্তা বিলে দশ গ্রামের সাধারন মানুষ বিল বাইচে সবাই মাছ মারতে আসলে বাঁধা নিষেধ দিলে চলে যায়। বানিজ তার বাহাম ভূক্ত লোকজন একত্রে হয়ে দা কুড়াল, লাঠি, চাপাতি, লোহার রড় দিয়ে অতর্কিত হামলা চালায় কয়েকটি বাড়ীতে। তারা আমাদের বাড়ীসহ কয়েকটি বাড়ী ভাংচুর করে ঘরে ঢুকে টাকা পয়সা লুট করে। এতে প্রায় দশজন মারাত্মক ভাবে আহত হয়। এদের মধ্যে আব্দুল কদ্দুস ( ৭৫), নূরুল ইসলাম (৫০) মনির হোসেন ( ২২), কমলা বেগম (৭০), আবুল কাশেম (৩৫) আনিছকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল ও কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুল রহমান জানান, মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে। 
এ বিষয়ে পারখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অভিযুক্ত রাজ্জাক সিদ্দিকীর সাথে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good