৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / কৃষি ও প্রযুক্তি

কালিহাতীতে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন

২৩ অক্টোবর, ২০২২

এম এম হেলাল,
বার্তা সম্পাদক

ছবি: ডিপ্লোমা কৃষিবিদ দিবসে ডিকেআইবি কালিহাতী উপজেলা শাখা বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে।

টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন করা হয়েছে।

এউপলক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কালিহাতী উপজেলা শাখা ২৩অক্টোবর রবিবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডিকেআইবি কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সাধারন সম্পাদক মো. বেল্লাল হোসেন ও যুগ্ম-সাধারন সম্পাদক মো. আবুল হোসেন। র‌্যালী ও সমাবেশে কালিহাতী উপজেলা কৃষি অফিসের সকল ডিপ্লোমা কৃষিবিদগণ অংশগ্রহণ করেন।  র‌্যালী ও সমাবেশ শেষে তাঁরা মিষ্টি মুখ করেন।

Related Article