০১ অগাস্ট, ২০২৫
ছবি: আগত অতিথি রা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কাইতলা দক্ষিণ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক কৃষকদল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. আলমের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কে. এম. মামুনুর রশিদ।
উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষকদলের সদস্যসচিব আনোয়ার হোসেন বাবুল, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ মাসুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শুভহ সাদেক, পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনে আগত অতিথিরা কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করেন।
Good news
Good