২৮ জানুয়ারী, ২০২৫
ছবি: বয়ান পেশ করছেন শায়েক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামের যুবকদের ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত ওয়াজ নসিহত করেন বিভিন্ন বক্তারা। জিনদপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জিনদপুর ৪ নং ওয়ার্ডের মেম্বার খুরশেদ আলমের সভাপতিত্বে ও সাবেক মেম্বার আমির হোসেনের সহ-সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান নজরুল ইসলাম নজু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাজীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনদ পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিনাতপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফেজ মিয়া, জিনদপুর ইউনিয়ন যুবদলের সদৃশ্য সচিব জাহাঙ্গীর আলম আল মামুন,আমেরিকা প্রবাসী কিশোর আহমেদ, অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন, দুবাই প্রবাসী মোঃ জালাল মিয়া,
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন, লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়ের শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানী, নাজিরা বাজার মাদ্রাসাতুল হাদিস এর শিক্ষক শায়েখ মাহবুবুর রহমান মাদানী, কুমিল্লার ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শায়েখ আতাউল্লাহ বিন জামশেদ, জিনদপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোঃ তাজুল ইসলাম সহ আরো অনেকে।
মাহফিল পরিচালনায় ছিলেন, গাজীপুর আহলে হাদিস জামে মসজিদের ইমাম মোঃ আসিফ রবি।
দূরদূরান্ত থেকে ওয়াজ শোনার জন্য শত শত দ্বীনি ভাইয়েরা উপস্থিত হন।
Good news
Good