৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ঝিনাইগাতীতে ভারতীয় ২৯৮ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার আটক, আসামি পালাতক

১২ মার্চ, ২০২৩

তৌহিদুর রহমান,
শেরপুর জেলা (শেরপুর) প্রতিনিধি

ছবি: ..

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১১ মার্চ শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব মদ ও প্রাইভেটকার আটক করা হয়।
থানার সুত্রে জানা গেছে, শনিবার রাত আড়াই টার দিকে ঝিনাইগাতী হাইওয়ে টহল পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত ঝিনাইগাতী থানাধীন কইরোট দিয়ে নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ টহল পুলিশের টিম। পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড়ে যেতে থাকে। কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Article