২৩ মার্চ, ২০২৩
ছবি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে মুজিববর্ষে আরো ৭৫ জন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ।
উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সারা দেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের ঠিকানা ঘরসহ চাবি হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
পরে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি তদন্ত আবুল কাশেম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির কাগজপত্র তুলেদেন।
এ সময় শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সারা দেশে সাহসিকতার সহিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে যে স্বপ্নের ঠিকানা ঘর ও জমি বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন তার জন্যে ধন্যবাদ জানিয়ে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সকলকে সচ্ছতার সাথে কাজ করে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও সোনার বাংলা গড়তে সকলকে ভূমিকা রাখার আহবান রাখেন ।
Good news
Good