৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ঝিনাইগাতীতে চুরি করে ধান কাটার অভিযোগ

৩০ এপ্রিল, ২০২৩

তৌহিদুর রহমান,
শেরপুর জেলা (শেরপুর) প্রতিনিধি

ছবি: সংগ্রহীত

 শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় ৪০ শতাংশ জমিতে চুরি করে পাকা ধান কাটার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নাজমা বেগম বাদি হয়ে ঝিনাইগাতী থানায় গত ২৮ এপ্রিল, শুক্রবার একটি অভিযোগ দায়ের  করেন। অভিযোগের সূত্র ধরে জানা যায়, ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে পাকা ধান চুরির ঘটনা ঘটে।

১৯ বছর আগে বাদে চল্লিশ কাহনিয়া মৌজার মধ্যে দিঘীরপাড় চতল গ্রামে বি,আর,এস ২৩৫ খতিয়ানে ৫১২৬,৫১৩৪,৫১৩৫ নং দাগে ৪০ শতাংশ ভূমি আবু বক্করের নামে রেকর্ড লিপিবদ্ধ থাকা অবস্থায় তার নিকট থেকে নাজমা বেগম ও মাজেদা বেগম যৌথ দলিলে ক্রয় করে ভোগদখল করে আসছে। 

সকালে জমিতে পাকা ধান দেখতে না পেয়ে এলাকাবসীর নিকট জানতে পারে বিবাদী মৃত ফুল মাহমুদের ছেলে আ: মতিন, আ: মতিনের ছেলে আশ্রাফুল, নিজাম উদ্দিন, হায়দর আলীর ছেলে দুলাল সহ আরো কয়েকজন মিলে ৪০ শতাংশ জমিতে ইরিবোর হাইব্রিড ১২০৩ জাতের পাকা ধান অন্ধকারে চুরি করে কেটে নিয়ে গেছে যার মূল্য ৩২ হাজার টাকা। নাজমা বেগম কোথাও বিচার পাচ্ছে না বলে জানান।

ওসি তদন্ত আবুল কাশেম জানান, অভিযোগ পেয়েছি। কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছি। বিবাদী আ:মতিন জানান, জমি নিয়ে মামলা চলছে। আমার জমিতে আমি ধান রোপন করেছি। আমি ধান কেটে নিয়ে আসছি।

Related Article