৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঝিনাইগাতী পিদিম ফাউন্ডেশনের অভিজ্ঞতা বিনিময় সফর

১৫ Jun, ২০২৩

তৌহিদুর রহমান,
শেরপুর জেলা (শেরপুর) প্রতিনিধি

ছবি: সফরে অংশগ্রহণকারিগন

পিদিম ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত PKSF এর সহযোগিতায় RMTP: High Value Fruits & Crops প্রকল্পের আওতায় আজ বুধবার সকালে 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জার্মপ্লাজম সেন্টার অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজন করা হয়।

 এ সফরে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মোক্তার হোসেন, উদ‍্যানতত্ত্ব বিভাগ ও পরিচালক, জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এ সময় স‍্যার জার্মপ্লাজম সেন্টারের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও সবকিছু ঘুরে ঘুরে দেখান এবং উপস্থিত কৃষি উদ‍্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিদিম ফাউন্ডেশনের এরিয়া ম‍্যানেজার মোঃ শরিফুল ইসলাম, আরএমটিপি প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলী, এফএপিও শফিকুল ইসলাম, এভিসিএফ আব্দুর রকিব, মোঃ রুবেল ও মাজহারুল ইসলাম এবং লিড খামারি ও নার্সারি মালিকসহ ২৫ জন কৃষি উদ‍্যোক্তা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good