৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস পালিত

০৬ ডিসেম্বর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: উক্ত দিবসের র‍্যালির ছবি

১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহ জেলা পাকহানাদার মুক্ত করা হয়েছিল ,তাই আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। এই দিনে জেলায় উড়েছিল স্বাধীন বাংলার সেই মায়াময় লাল সবুজের পতাকা। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এরপর মুক্তমঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা বেগম। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল হাই, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান, পুলিশ সুপার ঝিনাইদহ, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মকবুল হোসেন, সাবেক জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা কমান্ড, প্রফেসর ড. বি এম রেজাউল করিম, সাবেক অধ্যক্ষ, সরকারি কেশবচন্দ্র কলেজ, বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

Related Article