৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষ মোটরসাইকেল চালক নিহত

২৬ ডিসেম্বর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: প্রতিকি ছবি

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনন্দ বিশ্বাস (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় ধর্মেন্দ্র নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। নিহত আনন্দ মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে এবং আহত ব্যক্তি একই উপজেলার আশবা গ্রামের চৈতন্ন বিশ্বাসের ছেলে। রবিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের বাদামতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাদামতলা এলাকায় দ্রæতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাগুরা থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহের দিকে আসার সময় হতাহতরা ওই দুটি ট্রাকের মাঝে চাপা পড়েন। পরে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। গুরুতর আহত অন্যজন চিকিৎসাধীন আছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোহা ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন। অন্যজন চিকিৎসাধীন আছেন। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good