৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জেলার অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বনানী মোর সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে

২০ এপ্রিল, ২০২৩

মোঃ প্রিন্স মাহমুদ,
পটুয়াখালী জেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: ঈদ উপলক্ষে নির্মত গেট

 

মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। জেলার অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বনানী মোর সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে ইতিমধ্যে সাজানো হয়েছে ঈদগাহ ময়দান।
 

জানা গেছে, পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঈদগাহ সাজস্বজ্জার কাজে নিয়োজিত লোকরা জানান, “মাঠে সিসিটিভি ক্যামেরা সহ থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। আমরা ১০ রমজান থেকে ১৫-২০ জন শ্রমিক এই মাঠে কাজ করছি। কাজ প্রায় শেষের দিকে এখন শুধু কাপর ও বৈদ্যুতিক পাখা গুলো লাগাতে হবে।
 

পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদল বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় ঈদগাহহে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখে প্যান্ডেলে তেরপল এর ব্যাবস্থা করা হয়েছে। এ বছর মাঠকে আরও প্রশস্থ করা হয়েছে।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, জেলার মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে তার জন্য ঈদগাহে সকল ব্যস্থা গ্রহন করা হয়েছে। ঈদগাহের চারপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good