২৬ Jul, ২০২৩
ছবি: বিক্ষোভ ও সমাবেশের অনুমতি নিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জামায়াত প্রতিনিধি দল
টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি ও সহযোগিতা চেয়ে টাঙ্গাইল জেলা সুপারের কার্যালয়ে লিখিত আবেদন দিয়েছে জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা প্রতিনিধি দল। আগামী ৩০ জুলাই টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করতে চায় দলটি।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বিক্ষোভ ও সমাবেশের অনুমতি ও সহযোগিতা পেতে লিখিত আবেদন নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছান দলটির জেলার একটি প্রতিনিধি দল।
সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন বলেন, জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার জন্য টাঙ্গাইল জেলা পুলিশ সুপারকে অবহতি ও সহযোগিতা চেয়েছি। সেটি পুলিশ নিশ্চয় সহযোগিতা করবে এবং আশা করছি, পুলিশ আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাধা প্রদান করবে না।
অ্যাডভোকেট সরকার কবির উদ্দিনের নেতৃত্বে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- টাঙ্গাইল জেলা বার সমিতির সদস্য মোঃ আরিফুল ইসলাম খান, জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ গােলাম মোস্তফা,জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট আবু হানিফসহ অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।
সরকার কবির উদ্দিন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ক্যাপসুল মার্কেটে বা নিরালা মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য পুলিশের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, সেটি চাইতে আমরা এখানে আজকে লিখিত আবেদনসহ এসেছি।
তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার সরকার মোঃ কায়ছার তিনি ব্যস্ত থাকায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন নিকট আবেদনের কপি জমা দেওয়া হয়েছে। তিনি আবেদনের কপিটি গ্রহণ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপারকে কর্মসূচি পালনে বিস্তারিত প্রস্তুতির বিষয়টি তাদের জানানো হয়েছে।
বিক্ষোভ ও সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে আশ্বাস পেয়েছেন কি না জানতে চাইলে অ্যাডভোকেট সরকার কবির উদ্দিনে বলেন, আমাদের কর্মসূচি পালনের আবেদনের কপিটি যিনি গ্রহণ করেছেন তিনি মূলত পুলিশ সুপারের পক্ষ থেকেই গ্রহণ করেছেন। তিনি বলেছেন, আবেদনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটি আমাদের জানিয়ে দেওয়া হবে। এবারের কর্মসূচির ব্যাপারেও তারা যত দ্রুত সম্ভব আমাদেরকে জানাবেন।