০৫ অক্টোবর, ২০২২
ছবি: প্রার্থী : পশারী রানী ।
আসন্ন ১৭ অক্টোবর পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ২নং সংরক্ষিত (দশমিনা- বাউফল) মহিলা আসনের সদস্য পদ প্রার্থী পশারী রানী , তার মার্কা হরিণ । তিনি বর্তমানে বেতাগী সাকিপুর ইউনিয়নের মহিলা লীগের সভানেত্রী , উপজেলা মহিলালীগের প্রভাবশালী সদস্য ও সাবেক ইউপি সদস্য । তার সাথে আরও তিন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ।
দশমিনা ও বাউফল উপজেলার বিভিন্ন স্থানে ভোটার দের সাথে কথা বলে জানা যায় যে, সৎ দক্ষ কর্মঠ পার্থী হিসেবে পশারী রানী এগিয়ে আছেন । ভোটাররা আরও জানান যে দীর্ঘ দিন ধরে পশারী রানীকে তারা বিভিন্ন কার্যক্রমে পেয়েছেন, তিনি বিভিন্ন উন্নয়মূলক কাজ ও গরীব দুঃখী মানুষের সহায্য সহযোগিতা করছেন ।
এই বিষয়ে পশারী রানীর সাথে কথা হলে তিনি জানান যে , তাকে যদি ভোটাররা নির্বাচিত করেন তাহলে তিনি ভবিষ্যতে তাদের পাশে থাকবেন ও উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত করবেন । জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে দশমিনা ও বাউফল উপজেলা কে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন ।