১৪ Jul, ২০২৩
ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি আসাদুজ্জামান রিপনের পাঠানো ছবিতে বক্তব্য দিচ্ছেন ইসলামী মুফতী সৈয়দ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, যে সব কারণে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্যই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশ স্বাধীন করা হয়েছে। অথচ বর্তমানে এই আওয়ামীগ সরকারের অধীনেও এই তিনটি মূল বিষয় একদম নেই। তাই এই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একাত্তুরের মত এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন না দিলে সারাদেশে কঠোর আন্দলন গড়ে তোলা হবে। অন্যথায় বাধ্য করা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি। বিদ্যমান সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও জাতীয় সরকার গঠনে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক পথসভায় এমন দাবী করেন তিনি।
শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় ইসলামী আন্দোলনের জেলার বিভিন্ন থানার নেতাকর্মী দলে দলে অংশ নেন। পথসভার কথা থাকলেও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই জমায়েত হওয়ায় তা কানায় কানায় ভরে গিয়ে সমাবেশে রূপ নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও: নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি মুফতী ফয়জুল করীম ছাড়াও ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা উলিপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
এ সময় বক্তারা সরকারের নানা সমালোচনা করে অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মেগা প্রকল্পের নামে ক্ষমতাসীনরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন এর জেলা সহসভাপতি আব্দুল বাতেন সরকার, মাও আ: কাদের, জয়েন্ট সেক্রেটারী মাও: মোজাম্মেল হক আইমানী, সাবেক কেন্দ্রীয় যুব নেতা মাও :আ: মোমিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আশিকুর রহমান। ডা: আবুল কালাম আজাদসহ বিভিন্ন থানা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।