১৩ ডিসেম্বর, ২০২৪
ছবি: জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক
ভূয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা তরুণীসহ ৩ জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
তথ্যসূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) উপজেলা নির্বাচনী কার্যালয়ে ছবি তোলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সুমাইয়া আক্তার (১৯) পিতা মোঃ তৈয়ব (৪৫) এবং নকল পিতা মুহাম্মদ ইসমাইল(৫৬)। আটককৃত নকল পিতা ইসমাইল জুইঁদন্ডী ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড খুরুশকুল গ্রামের মৃত সাঁচি মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ সালেহ বলেন,ছবি তোলার সময় আটক কৃত নারীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে প্রদত্ত তথ্য উপাত্ত সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঐ নারী স্বীকারোক্তি মূলক জবানবন্ধী দেন।
উক্ত বিষয়ে আনোয়ারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের নিকট জুইঁদন্ডী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম এর স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র পাওয়া যায়।
এ ব্যাপারে জনাব ইব্রাহিম এর নিকট জানতে চাইলে, কারোর মাধ্যমে অন্যান্য কাগজের ভিতরে ঢুকিয়ে আমার স্বাক্ষর নেওয়া হতে পারে বলে জানান।
Good news
Good