২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ছবি - দ্বী- বার্ষিক সম্মেলন
জাতীয় শিক্ষক ফোরামের দ্বী-বার্ষিক ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কারিমিয়া আইএবি সম্মেলন কক্ষে।
পবিত্র কুরআন তিলায়াতের মধ্যে দিয়ে শহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বেলা ১১.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় শিক্ষক ফোরামের দ্বী-বার্ষিক ঝিনাইদহ জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম জাকারিয়া, কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম,বিশেষ অতিথি প্রভাষক মাও শিহাব উদ্দিন, জনাব আঃ মালেক সাবেক জেলা শিক্ষা অফিসার, মাও রুহুল কুদ্দুস সাবেক প্রিন্সিপাল ঝিনাইদহ সিঃ কামিল মাদ্রাসা, মুহাঃ আশরাফুল ইসলাম সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ।
শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ১০০% উৎসব ভাতা প্রদান, প্রাথমিক সরকারি শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, আলিয়া মাদ্রাসায় নারী কোটা বাতিল এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বক্তারা বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মাহমুদুল হাসান, মাও রুহুল আমিন, সাইফুর রহমান বাদল, হুমায়ূন কবির প্রমুখ।