২০ Jul, ২০২৩
ছবি: চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী
মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের জাতীয় মৎস্য পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এ. জে. সি পোল্ট্রি এন্ড এগ্রোভেট এর প্রোপ্রাইটর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
আগামী ২৫ জুলাই ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করবেন। এর আগে ২৪ জুলাই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে পদক গ্রহনের মহড়ায় অংশগ্রহণ করবেন চেয়ারম্যান জব্বার। এই মহড়ায় রাষ্ট্রীয় ড্রেস কোড কী হবে, কিভাবে মঞ্চের দিকে এগিয়ে যাবে, মঞ্চে কিভাবে দাঁড়াবেন, কিভাবে পদক গ্রহণ করবেন সেটি সম্পর্কে প্রতিযোগিদের সচেতন করবেন আয়োজক কমিটি।
এ ব্যাপারে উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ হাসান আহসানুল কবির এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ফেব্রæয়ারিতে মন্ত্রণালয়ে প্রতিযোগির তালিকা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরজমিনে যাচাই-বাছাই করে ২২টি পুকুরে প্রায় ১৪.৫৩ হেক্টর জায়গায় রুই, কাতাল, মৃগেল, তেলাপিয়াসহ নানান প্রজাতির মাছ চাষে নিজস্ব তহবিলে ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং ব্যাংক ঋণ ১ কোটি টাকাসহ ২ কোটি ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী এই চাষাবাদ করে আসছেন বলে জানান তিনি।
তিনি আরোও জানান এই বছর সারাদেশে নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন প্রার্থী/প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৩ প্রদান করা হবে।
Good news
Good