২৮ নভেম্বর, ২০২২
ছবি: প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
সুনামগঞ্জের ছাতকে এই প্রথম বেসরকারিভাবে চালু হতে যাচ্ছে নার্সিং ইনস্টিটিউট। শিল্পশহরের প্রাণকেন্দ্রে জাবা মেডিকেল সেন্টারে শীঘ্রই সংযোজন হচ্ছে নার্সিং ইনস্টিটিউটে। এ কথা জানিয়েছেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত নার্সিং জনবল তৈরি এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষার বিকল্প নেই। ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং নার্সিং শিক্ষাকে এগিয়ে নিতে চাই। নার্সিংয়ের মত ব্যতিক্রমী শিক্ষার মাধ্যমে রোগীদের সেবার প্রদানে মানবতাকে আলোকিত করার লক্ষ্যে নার্সিং ইনস্টিটিউট করার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, জাবা মেডিকেল সেন্টার ২০০৮ সালে ছাতক-দোয়ারবাজার অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। নানা চড়াই উৎরাই পেরিয়ে সামাজিক উন্নয়নসহ চিকিৎসাসেবায় নিজেদের মান বজায় রেখে এখনও চিকিৎসাসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। নার্সিং ইনস্টিটিউটের পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রথম ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক কোন সুযোগ পাবে।
আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, জাবা মেডিকেল সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সে, ফোর ডি কালার আল্ট্রাসোনোগ্রাফি, ল্যাবের সকল প্রকার টেষ্টসহ নিয়মিত ৮জন বিশেষজ্ঞ এমবিএস (বিসিএস) ডাক্তারগণ চেম্বার করেন। এক্সের রিপোর্ট ৪০ মিনিটের মধ্যে অনলাইনে করা হয়ে থাকে।