০২ ডিসেম্বর, ২০২২
ছবি: ইউপি নির্বাচন লগো।
টাঙ্গাইলের ঘাটাইলের পাঁচটি ও কালিহাতীর একটি ইউপি নির্বাচনে ২৬৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯জন, সংরক্ষিত সদস্যপদে ৬৫জন এবং সাধারণ সদস্যপদে ১৮১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে এসকল তথ্য নিশ্চিত করেছেন।
ঘাটাইল
সন্ধানপুর ইউনিয়নে ৭জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. বেলাল, স্বতন্ত্র (বিএনপি পন্থী) সদ্য প্রয়াত চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. মর্জিনাসহ ৬জন স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত সদস্যপদে ৮জন ও সাধারণ সদস্যপদে ২৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫হাজার ৪২২জন।
সংগ্রামপুর ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. আ. মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল মান্নান, স্বতন্ত্র (বিএনপি-আজাদ) মো. মাহবুবুর রহমান খান পালনসহ স্বতন্ত্র ৪জন, সংরক্ষিত সদস্যপদে ১২ ও সাধারণ সদস্যপদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২১হাজার ৮৫জন।
রসুলপুর ইউনিয়নে ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের কাজী মাহবুব উল হক মাছুদ, মো. আল-আমীনসহ (বিএনপি-আজাদ) ২জন স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ১২ ও সাধারণ সদস্যপদে ২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭হাজার ৭০০জন। এ তিন ইউনিয়নে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন।
লক্ষিন্দর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. সাইদুর রহমানসহ ৪জন স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত সদস্যপদে ১০জন ও সাধারণ সদস্যপদে ৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৬হাজার ৬৪৮জন।
ধলাপাড়া ইউনিয়নে ২জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র (বিএনপি-আজাদ) মো. এজহারুল ইসলাম ভূঁইয়া, সংরক্ষিত সদস্যপদে ১২ ও সাধারণ সদস্যপদে ৩২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২১হাজার ৭২০জন। এ দুটি ইউনিয়নে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম।
আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঘাটাইলের এ পাঁচটি ইউনিয়নের মোট ১ লাখ ২হাজার ৩৭৫জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কালিহাতী
বাংড়া ইউপি নির্বাচনে ৪৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৬জন আওয়ামী লীগের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রুস্তম আলী, জাতীয় পার্টির মো. এখলাস মন্ডল, স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ (আ’লীগ বিদ্রোহী), হাসমত আলী ও মো. শামসুল আলম ফকির এবং সংরক্ষিত সদস্যপদে ১১ জন ও সাধারণ সদসপদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ ইউনিয়নে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিসবাহ উদ্দিন আহমেদ। আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার কালিহাতীর বাংড়া ইউনিয়নের ২২হাজার ৪৫৫জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর শনিবার প্রার্থীতা প্রত্যাহারের পরদিন প্রতীক বরাদ্দ শেষে জমে উঠবে নির্বাচনী উৎসব।
Good news
Good