২৪ নভেম্বর, ২০২২
ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর বেলা ১১ টায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান সুজন মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য। টিয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব এম এ জলিল তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোবাহান বিশ্বাস, তৈয়ব আলী ও সালমা বেগম প্রমুখ।
এ সময় সাংবাদিক, ইউপি সদস্য ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা নাগরিকরা উপস্থিত ছিলেন।
Good news
Good