০১ Jul, ২০২৩
ছবি: ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট-এর কমিটি গঠন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন "ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট"-এর ১ বছর মেয়াদি ৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ জুন সংগঠনটির উপদেষ্টা পরিষদের আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩০ জুন শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাগর মাহমুদকে সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কে. এম. জমজম হাসান আলিফকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনটের নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নাইম ইসলাম পলাশ, কে,এম মুবাশ্বির আহমেদ তন্ময়, সহ-সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রান্ত, দপ্তর সম্পাদক ইয়ামিম ইসলাম।
উক্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট-এর সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক খোকন মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ.এম. কবির।