২৬ নভেম্বর, ২০২২
ছবি: বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী
পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন'র পৃষ্ঠপোষকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ‘Tense ও Vocabulary’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুধবার ২৪/১১/২০২২ইং তারিখ বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুখরন্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী। বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মাও. আনোয়ার হোসাইন, যতীন চন্দ্র হাওলাদার, বিমল চন্দ্র শীল, অসীম কুমার বনিক, আফরোজা বুলবুল , মাহামুদা বেগম, হনুফা আক্তার, মো. দুলাল হোসেন প্রমূখ ।
এসময় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য করনীয় বিভিন্ন বিষয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি।
উপজেলা একাডেমি সুপারভাইজার মো. নুরনবী বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও সমমানের পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী জানুয়ারির পনের তারিখের ভিতরে উপজেলার বাকী শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হবে। সামনে বার্ষিক পরীক্ষা আছে, পরীক্ষা শেষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন সম্পন্ন করা হবে । এছাড়াও মানবিক মূল্যবোধ তৈরির জন্য নৈতিক শিক্ষা অর্জনের প্রতি শিক্ষার্থীদের আহবান জানান তিনি।
Good news
Good